বেনাপোল (যশোর)প্রতিনিধি,
বিগত আওয়ামী সরকারের আমলে ৪৬ টি মামলার ঘানি টেনে এখনো বাংলাদেশ জাতীয় তাবাদী দলকে আকড়ে ধরে আছি। অনেক মামলা হামলা মারধরের শিকার হয়ে জ্ঞান হারিয়ে একটানা তিনমাস হাসপাতলে চিকিৎসা নিয়ে জীবন বাচিয়ে বাড়ি ফিরেছি। আওয়ামী সরকারের এই জনপদের সংসদ অনেক লোভ লালসা ও উপজেলা চেয়ারম্যান করার প্রতিশ্রুতি দিয়েও আমাকে আমার আদর্শ আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। কথাগুলো বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
সোমবার দুপুর ২ টার সময় শার্শা উপজেলার নাভারন বাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বিএনপির উপজেলা সভাপতি আবুল হাসান জহির বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তৎকালীন শার্শা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সন্ত্রাসী সোহরাব তার দল বল নিয়ে আমাকে মারধর করেছে। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দীর্ঘদিন যাবত হাসপাতালে থেকে বাড়ি ফিরেছি। আমার একমাত্র কন্যার মৃত্যু হয়েছে আমি জেল খানায় থাকতে । তারপরও আমাকে তার জানাযা করতে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।
আবুল হোসেন জহির বলেন, এখনো কুচক্রী মহল ষড়যন্ত্র থেকে পিছিয়ে নেই। আমার এই উপজেলায় জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে একটি মহল নানা ভাবে আমাকে ও আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে কুৎসা রটনা করছে। আমরা এসব মিথ্যা অপবাদ কুৎসা রটনার ভয় পাই না। কারন আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছি। আমরা চাইব আগামি দিনের শার্শা হবে স্বস্তি শান্তি ও উন্নয়নের । সকল ধর্ম সকল সম্প্রদায়ের মানুষ সকল বিভেদ বিভাজন ভুলে একসাথে বসবাস করব।
যদি কেউ দলের পরিচয় দিয়ে কোথাও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে তাকে আটকে রেখে আমাদের সংবাদ দিবে আমরা তাকে পুলিশ এর কাছে হস্তান্তর করব। আপনারা আপনাদের কলমের মাধ্যেমে তুলে ধরেন যদি কেউ কোথাও অন্যায় অত্যাচার নির্যাতন এবং চাঁদাবাজি করে। তা প্রকাশ করুন। যদি আমাদের দলের কেউ তার মধ্যে থেকে থাকে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমি আগামি ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৮৫ শার্শা -১ আসন থেকে দলের কাছে মনোনায়ন চাইব। কারন আমি বিগত সরকারের আমলে মাঠে থেকে কাজ করেছি। দলীয় নেতা কর্মীদের দুর্দিনে পাশে থেকেছি। অনেক বড় বড় প্রলোভনকে আমি ঘৃনা ভরে প্রত্যাক্ষন করেছি।
এসময় উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান, সাধারন সম্পাদক আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
আপনার মতামত লিখুন :