মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে গাঁজা সহ আটক ২।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন /
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে গাঁজা সহ আটক ২।

মিলন হোসেন বেনাপোল,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ১০০ মিলি অ্যালকোহল উদ্ধার ২ জনকে গ্রেফতার ও ০১ জন আসামী পলাতক, নিয়মিত মামলা দায়ের ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান।
আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ ০১) হালিমা খাতুন (৫৩) (গ্রেফতার), স্বামী- মোঃ পুল্লাদ আলী ফকির, মাতা- মোছাঃ রহিমা এবং ০২) মোঃ পুল্লাদ আলী ফকির (৬২)(পলাতক), পিতা- মৃত ওমর আলী, মাতা- মৃত জাহেদা খাতুন, সর্ব সাং- তারিনিবাস (কদমতলা), ওয়ার্ড নং- ০৩, চৌগাছা পৌরসভা, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর।
ঘটনাস্থলঃ যশোর জেলার চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভার ০৩নং ওয়ার্ডের তারিনিবাস (কদমতলা) এলাকাস্থ আসামী হালিমা খাতুন (৫৩) ও মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) দ্বয়ের নিজ বসতঘর।
উপ-পরিদর্শক জনাব মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে আসামী হালিমা খাতুন (৫৩) ও মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আসামীর নাম ও ঠিকানাঃ পলাশ সরদার (৩০), পিতাঃ প্রদীপ সরদার, মাতাঃ নয়ন বালা, সাং- পুড়াপাড়া সরদারপাড়া, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর।
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি বাজার এলাকা।
অ্যালকোহল- ১০০ মিলি আইনগত ব্যবস্থাঃ উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা এর প্রসিকিউশনে হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর জনাব মোঃ রেজওয়ান সরদার মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী পলাশ সরদার (৩০) কে ২১ দিনের কারাদন্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়, যশোর।