মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে গাঁজা উদ্ধার,আটক ৩।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৬:২১ অপরাহ্ন /
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে গাঁজা উদ্ধার,আটক ৩।

মিলন হোসেন বেনাপোল,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার আটক ৩ মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান। আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ মোঃ মান্নান হোসেন (৫২) (গ্রেফতার), পিতাঃ মৃত মোসলেম বিশ্বাস, মাতাঃ মোছাঃ বেগম খাতুন, সাং- মথুরাপুর সরদারপাড়া, ডাকঘর, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর,মোঃ মোয়াজ্জেম হোসেন (৫৮) (গ্রেফতার), পিতাঃ মৃত আখের উদ্দিন, মাতাঃ মৃত মরিয়ম বেগম, সাং- যাদবপুর, ডাকঘর থানাঃ শার্শা, জেলাঃ যশোর।
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হৈবতপুর ইউপির মথুরাপুর সরদারপাড়াস্থ ০১নং আসামীর নিজ দখলীয় উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী সামনে বারান্দাযুক্ত একতলা পাকা বিল্ডিং এর উত্তর-পূর্ব কোণের কক্ষের মধ্যে দন্ডায়মান ০১নং ও ০২নং আসামীর নিকট হতে আলামত গাঁজা প্রাপ্ত।
পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামী মোঃ মান্নান হোসেন (৫২) ও মোঃ মোয়াজ্জেম হোসেন (৫৮) দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ কাজী আব্দুর রশিদ (৪৫), পিতাঃ মৃত মাজেদ কাজী, মাতাঃ মৃত পুঁটি বেগম, সাং- পাঠান পাইকপাড়া, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর।ঘটনাস্থলঃ যশোর জেলার কোতয়ালী থানাধীন বারান্দীপাড়া ঢাকা ব্রিজ এলাকা।উপপরিদর্শক জনাব মোছাঃ রাফিজা খাতুন এর প্রসিকিউশনে হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর জনাব মোঃ রেজওয়ান সরদার মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ কাজী আব্দুর রশিদ (৪৫) কে ০৩ দিনের কারাদন্ড এবং ৩০০/- টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।