বেনাপোল ঘিবা গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ২:০৭ অপরাহ্ন /
বেনাপোল ঘিবা গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার।

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম থেকে আলিহিম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে আজিজুর রহমানের পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাহাদত হোসেন এর ছেলে।তার নানার বাড়ি ঘিবা গ্রামে।
এলাকাবাসীরা জানান,সোমবার সকালে মেইন রোডের পাশে আজিজুর রহমানের পুকুরে একটি লাশ ভাসছে দেখে পুলিশ কে খবর দেওয়া হয়।পরে ঘটনা স্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা বলেন এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।সে মানসিক ভারসাম্যহীন বলে এলাকার লোকজন জানান।তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/১০ /২০২৫
মোবাইল ০১৭১২২১৭১৪৩