বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে -মফিকুল হাসান তৃপ্তি।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন /
বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে -মফিকুল হাসান তৃপ্তি।

মিলন হোসেন বেনাপোল,
গত ১৫ বছরে স্বৈরাচারের শাসনামলে জনগন সরকার নির্বাচনে মতামত প্রকাশে ভোট দিতে পারেনি৷ বিএনপি ক্ষমতায়
এলে মানুষের ভোটের অধিকার আবারো নিশ্চিত হবে। দেশে কর্মসংস্থান বাড়বে।
বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মঙ্গলবার বিকালে শার্শার শিকারপুর বাজারে উঠান বৈঠকে এ কথা বলেন যশোরের শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
শিকারপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় তৃপ্তি আরো বলেন, ধর্মকে ব্যবহার করে জামাত ইসলামের কর্মীরা ভোটের রাজনীতি করছে। মানুষকে অগ্রীম বেহেস্তের টিকিট দিচ্ছে। মানুষ তার কর্মের মাধ্যমে পরকালে বেহেস্ত বা নরকে স্থান হয়। দাড়ি পাল্লায় ভোট দিলে কখনো বেহেস্তের টিকিট হয়না বলে জামাত কর্মীদের মিথ্যা প্রলোভনে না পড়ার আহবান জানান তৃপ্তি।
অন্য দিকে এদিন সন্ধ্যায় লক্ষনপুর ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির আয়োজনে আর একটি উঠান বৈঠকে পিআর পদ্ধতি নিয়ে জামাতের নাটক বন্ধ করার আহবান জানিয়ে তৃপ্তি বলেন, যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার কথা ভাবে কিভাবে? তারা ক্ষমতা পেলে মৌলবাদীদের রাজত্ব হবে। অতীতে সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তায় বড় ভুমিকা রেখেছে বিএনপি সামনের দিনে ও ক্ষমতায় এলে সে ধারাবাহিকতা বজায় থাকবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনে সবাইকে ধানের শিষে ভোট দেওয়ার আহবান জানান শার্শা উপজেলার মনোনয়ন প্রত্যাশি মফিকুল হাসান তৃপ্তি।

এসময় আরো বক্তব্য রাখেন,
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশহিদুল ইসলাম শহীদ, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান,বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন মিন্টু,সুলতান আহমেদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুজ্জমান মির্জা সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ সদস্য মফিজুর রহমান পিন্টু সদস্য সোহাগ ও জিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।