৪৯ বিজিবির হাতে ৬ টি স্বর্ণের বারসহ বেনাপোলের সিদ্দিক আটক।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন /
৪৯ বিজিবির হাতে ৬ টি স্বর্ণের বারসহ বেনাপোলের সিদ্দিক আটক।

মিলন হোসেন বেনাপোল,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা শুক্রবার সকালে এ অভিযান চালিয়ে ৬ টি স্বর্ণের বার আবু বক্কর সিদ্দিক নামে একজন কে আটক করেছে। সে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে রুহুল আমিন এর ছেলে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর হতে আবু বক্কর সিদ্দিককে ৭৩৫ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার এবং ০২টি মোবাইল আটক করে।

আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।