শার্শার পুটখালী ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন /
শার্শার পুটখালী ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ।

মিলন হোসেন বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, প্রধান উপদেষ্টা মোঃ খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র সম্পাদক মোঃ মোস্তফা কামাল মিন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষ নেতৃবৃন্দের কাছে জানায়, টানা বর্ষণ ও উজানের ঢলে বাড়িঘর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। নষ্ট হয়েছে ফসল ও গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সবসময় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে। তারা দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। একইসাথে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হয়।