
মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল মাদক বিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শার্শা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের যৌথ আয়োজনে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক বিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এরকম নানান ফেস্টুন টাঙানো হয় মাঠের চারি পাশে।হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।এতো বড় আয়োজন করে এতো সুন্দর খেলা দেওয়ার জন্য বেনাপোল বাসী ধন্যবাদ জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন সহ তার সকল সদস্যদের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ- পরিচালক আসলাম হোসেন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম, শার্শা থানার ওসি তদন্ত শাহ আলম,বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক কে এম এ হানিফ,উপপরিদর্শক শাহরিয়ার হোসেন,বেনাপোল হাইস্কুলের শিক্ষক মকলেসুর রহমান ও শিক্ষক সুমন হোসেন।খেলা শেষে মাদক থেকে দূরে থাকার জন্য খেলোয়াড় সহ সকল দর্শকদের শপথ বাক্য পাঠ করানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর উপপরিচালক আসলাম হোসেন বলেন,সারা দেশের ন্যায় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর আয়োজনে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলা সহ বিভিন্ন প্রোগ্রাম করে থাকি।তারই ধারাবাহিকতায় লক্ষে আজকের খেলার আয়োজন।
খেলায় নুর ইসলাম ফুটবল একাডেমি বেনাপোল ১-০ গোলে পলাশ ফুটবল একাডেমি যশোর কে পরাজিত করেন।
আপনার মতামত লিখুন :