বেনাপোল দুদকের হাতে আটক কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন /
বেনাপোল দুদকের হাতে আটক কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন।

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে আটক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এ রিমান্ডের আবেদন করেছেন। সিনিয়র স্পেশাল জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।
মামলার অভিযোগে জানা গেছে,বেনাপোল কাস্টমস হাউসে যশোর দুদকের উপপরিচালক সালাহউদ্দীন এর নেতৃত্বে অভিযানের সময় কাস্টমসের রেভিনিউ অফিসার শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে আটক করা হয়। এ সময় হাসিবুর রহমানের কাছ থেকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ টাকা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
এ ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত।গতকাল মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্যের আদেশ দিয়েছেন।