মিলন হোসেন বেনাপোল,
২০১৬ সালের ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে বেনাপোল শাখার তৎকালীন ছাত্রশিবির সেক্রেটারি রেজওয়ান হোসাইন নিখোঁজ রয়েছেন।এই ঘটনার তদন্ত ও সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার বেনাপোল এসে
নিখোঁজ ছাত্রশিবির নেতা রেজওয়ান হোসাইন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পরিচালনা করছেন।
প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ তিনজন সদস্যের টিম ।
সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ, বেনাপোল পৌর সভাপতি রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল থানা ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান ও পৌর ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সাক্ষী হিসেবে রয়েছেন রেজওয়ানের পিতা মোঃ মিজানুর রহমান, ভাই মোঃ রিপন হোসেন (গ্রাম: মহিসাডাঙ্গা), এবং স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম (পাটবাড়ী), আনোয়ারুল ইসলাম (কাগমারী), গোলাম মোর্তজা (পাটবাড়ী) ও শফি (নারায়ণপুর), সবাই বেনাপোল থানার বাসিন্দা।
রেজওয়ানের ভাই রিপন হোসেন বলেন, তৎকালীন ওসি অপূর্ব হাসান,ওসি তদন্ত খন্দকার শামীম আহমেদ ও এসআই নুর আলম আমার ভাইকে তুলে নিয়ে যায় আজো পর্যন্ত আমার ভাইকে পাওয়া যায়নি।জড়িত যারা তাদের ফাসি চাই।
আপনার মতামত লিখুন :